
সোমবার ০৫ মে ২০২৫
নিতাই দে, আগরতলা: ব্লু-রিয়াং শরণার্থীদের সমস্যা সমাধানে ত্রিপুরায় কমিউনিস্ট সরকার কোনও উদ্যোগ নেয়নি। এমনকী কমিউনিস্ট সরকার ব্লু-রিয়াং শরণার্থীদের উন্নয়নেও কোনও কাজ করেনি। ত্রিপুরায় বর্তমান বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর ব্লু-রিয়াং শরণার্থীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রবিবার ধলাই জেলার আমবাসার হাদুকলাউ পাড়াতে ৬৬৮ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে ৬টি নতুন প্রকল্পের উদ্বোধন এবং ৭টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ একথা বলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লু-রিয়াং শরণার্থীদের আর্থ সামাজিক মানোন্নয়ন ও পুনর্বাসন এলাকার পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন জায়গায় ব্লু-রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হয়েছে। তাদের আর্থ সামাজিক মানোন্নয়নে পুনর্বাসন কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল ও বিদ্যুৎ পরিষেবার সুযোগ সম্প্রসারিত করা হয়েছে। পুনর্বাসনপ্রাপ্ত ব্লু-রিয়াং শরণার্থীদের প্রতিটি পরিবারকে জমি দেওয়া হয়েছে। আবাস নির্মাণের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। তাছাড়া ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ গতকাল ধলাই জেলা সফরে এসে হাদুকলাউ পাড়ায় ব্লু-রিয়াং শরণার্থীদের পুনর্বাসন এলাকা পরিদর্শন করেন। এই পুনর্বাসন এলাকায় রাজ্যে প্রায় ২৩ বছর ধরে শরণার্থী জীবন কাটানো ব্লু-রিয়াং শরণার্থীদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মতবিনিময় করেন। পরিদর্শনকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।
এদিন অমিত শাহ ধলাই জেলার আমবাসার হাদুকলাউ পাড়ায় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যে ১৩টি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন, সেগুলি হল-ধলাই জেলার ব্লুহাপাড়াতে ১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এসবি স্কুল, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে হেলথ এবং ওয়েলনেস সেন্টার, ১৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বাজারশেড, ৪ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ধলাই জেলার বিরাশিমাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত উল্টাছড়াতে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এবং আগরতলা আখাউড়া রোডে স্মার্ট সিটি প্রকল্পে ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট। আগরতলায় ১২০ কোটি টাকা ব্যয়ে সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট, ১২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে আমবাসা মহকুমা শাসকের নতুন অফিস বিল্ডিং, ১৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে গন্ডাতুইসায় মহকুমা হাসপাতাল, ৩৭ কোটি টাকা ব্যয়ে জিরানীয়ায় অ্যাপ্রোচ রোড সহ ২টি রেলওয়ে ওভারব্রিজ, ৪০ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে খোয়াইয়ের পদ্মবিল আরডি ব্লকের অধীন দেবেন্দ্র চৌধুরী পাড়া (বেলছড়া) থেকে ছনখলা পর্যন্ত রাস্তা নির্মাণ, ১১টি শহরে ৮৮ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট নির্মাণ এবং আগরতলায় ৩১৮ কোটি টাকা ব্যয়ে ১৬ কিমি প্রধান রাস্তার উন্নতিকরণ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, রাজ্যের ১২টি স্থানে ব্লু-রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হয়েছে। ভারত সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার ও ব্লু-রিয়াং শরণার্থী প্রতিনিধিদের মধ্যে চুক্তি অনুযায়ী বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। ইতিমধ্যে ৬ হাজার ৯৫৯টি পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে। এই পুনর্বাসন কেন্দ্রগুলিতে ৩৭ হাজার ১৩৬ জন ব্লু-রিয়াং শরণার্থী বসবাস করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ কৃতীদেবী দেববর্মণ, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, মুখ্যসচিব জে কে সিনহা ও অন্যান্য অতিথিগণ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ধলাই জেলা সফর শেষে আগরতলায় ফিরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন- ২০২৪ উপলক্ষে 'সহকার-সে-সমৃদ্ধি' শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ত্রিপুরা রাজ্যের জনগণের মাথাপিছু আয়ের ক্ষেত্রে ত্রিপুরা পশ্চিমবঙ্গকেও ছাপিয়ে গেছে। এক সময় এ রাজ্যের মাথাপিছু বার্ষিক গড় আয় যেখানে ছিল ৯৮ হাজার টাকা, এখন তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৭ হাজার টাকার উপর। একেই বলে সুশাসন। রাজ্যের বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ২০১৭ সাল পর্যন্ত ত্রিপুরায় ৩ শতাংশেরও কম বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয়জল পৌঁছে ছিল। আজ এই সংখ্যাটাই ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে। এখন ৮০ শতাংশের উপর বেশি মানুষ ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাচ্ছেন। সম সংখ্যক মানুষ গ্যাসের সংযোগ পেয়েছেন। এর আগে ত্রিপুরায় রাজ্য সরকারে যারা ছিল তারা শুধু কমিউনিস্ট ক্যাডারদের জন্যই কাজ করত। ক্যাডারদের ছাড়া তারা অন্য কারোর কথা চিন্তাও করত না। এতে ত্রিপুরা একটি পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিণিত হয়েছিল। ২০১৮ সালে ত্রিপুরায় সরকার পরিবর্তনের পর সমবায় ক্ষেত্রে এক নতুন দিশা এসেছে। শুধুমাত্র সমবায় ক্ষেত্রের জন্যই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্যেও এ রাজ্যে কৃষকদের সামনে এক নতুন দিগন্ত খুলে গেছে। এদিন এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড: মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য মন্ত্রী ও আধিকারিকেরা।
পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?
যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন
পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট
আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই
মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড
“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প
“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী
'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা
ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী
গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে
রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের
'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ
পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান